ইনফোসিস জট কাটল না

ইনফোসিস জট কাটল না

ইনফোসিস জট কাটল নাশিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও রাজ্যে ইনফোসিস প্রকল্প নিয়ে সমস্যা মিটল না। এনিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী কেন্দ্রীয় বাজেট পর্যন্ত অপেক্ষা করেই তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান ইনফোসিসের প্রতিনিধি বিনোদ হামপাপুর। রাজারহাটে ইনফোসিস বিশেষ আর্থিক অঞ্চলের মর্যাদা চাইলেও তাতে নীতিগত আপত্তি রয়েছে সরকারের।

First Published: Wednesday, February 29, 2012, 17:30


comments powered by Disqus