Last Updated: June 29, 2012 23:42

ফের অমানবিক ঘটনার সাক্ষী হল কলকাতা। গুরুতর অসুস্থ যাত্রীকে অটোয় ফেলে পালাল চালক। পরে মৃত্যু হল ওই যাত্রীর। ঘটনা ঘটেছে বেহালার চন্ডিতলায়। শুক্রবার সন্ধেয়ে চন্ডিতলা থেকে অটোতে ওঠেন গোবিন্দ গায়েন নামে এক বয়স্ক ব্যক্তি। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। চলন্ত অটোয় অসুস্থ বোধ করেন গোবিন্দ গায়েন। বারিকপাড়ায় অটো থামিয়ে গোবিন্দ বাবুকে জল খাওয়ানোর চেষ্টা করা হয়। চোখেমুখে জল দেওয়া হয়। অভিযোগ, সেসময়ই পালিয়ে যায় অটোচালক। অন্য অটো ডেকে গোবিন্দ গায়েনকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষ। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই ঘটনার প্রতিবাদে বেহালার চণ্ডিতলা এলাকায় বেশ কিছুক্ষণ অটো চলাচল বন্ধ রাখে উত্তেজিত জনতা। পরে যদিও অটো পরিষেবা স্বাভাবিক হয়।
First Published: Friday, June 29, 2012, 23:42