উৎসবের শহরের অমানবিক রূপ

উৎসবের শহরের অমানবিক মুখ

উৎসবের শহরের অমানবিক মুখএকদিকে যখন দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে কলকাতা, তখন এই শহরেই ফের সামনে এল
চূড়ান্ত অমানবিকতা। কাঠগড়ায় আর জি কর হাসপাতাল। এই সরকারি হাসপাতালের অনকোলজি
বিভাগের ঠিক সামনে গত সাতদিন ধরে পড়ে রয়েছেন মধ্যবয়স্ক এক মানসিক ভারসাম্যহীন
ব্যক্তি। তাঁর ডান পায়ের একটি ক্ষত ঠুকরে ঠুকরে খাচ্ছে কাক। অবস্থা এতটাই ভয়ঙ্কর যে
গোড়ালি থেকে পায়ের নিচের অংশ আর প্রায় নেই বললেই চলে। অভিযোগ, ওই রোগীর
চিকিত্‍সার জন্য সাধারণ মানুষ বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানালেও, তারা তাতে
কান দেননি। রোজ যেতে-আসতে এই দৃশ্য দেখছেন হাসপাতালের চিকিত্‍সক-নার্সরা।
তাঁদেরও কোনও ভ্রপেক্ষ নেই। এমনকি সামনে অবস্থিত পুলিস বুথে গোটা বিষয়টি জানানো
হলেও, পুলিসকর্মীরা সাহায্য করছেন না বলে অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়।
আরজি কর হাসপাতালেরই মূল প্রবেশদ্বারের সামনে বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছেন আরেক
মানসিক ভারসাম্যহীন মহিলা। অভিযোগ, আজ সকালেই খোদ পুলিসই নাকি তাঁকে ওখানে
ফেলে রেখে চলে যায়।

First Published: Saturday, October 1, 2011, 19:13


comments powered by Disqus