Last Updated: September 27, 2011 20:40

তিন মাস কুড়ি দিন ধরে প্রবল লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন রাজবালা। ৫ জুন মধ্যরাতে রামলীলা ময়দানে বাবা রামদেবের
অনশন কর্মসূচিতে দিল্লি পুলিশের ক্র্যাকডাউন অপারেশেনের সময় লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছিলেন ৫১ বছরের এই মহিলা। সেই থেকেই দিল্লির জি বি পন্থ
হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় ভেন্ট্রিলেশনে পাঠানো হয়েছিল রাজবালাকে। সোমবার সকালে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। কালো টাকা উদ্ধারের
দাবিতে যোগগুরুর আন্দোলনে যোগদানকারী রাজবালার মৃত্যু নতুন করে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের অস্বস্তি বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
First Published: Tuesday, September 27, 2011, 20:40