Last Updated: April 1, 2012 20:14

পায়ে ব্যান্ডেজ বেঁধে `রাজনীতি- দ্য ফিল্ম অ্যান্ড বিয়ন্ড` বইয়ের লঞ্চে উপস্থিত হলেন ক্যাটরিনা কাইফ।
আর এই দেখেই তাঁর পায়ের ক্ষতর প্রকৃতি নিয়ে মুম্বই `টিনসেল টাউন`-এ শুরু হয়েছে জল্পনা। এক মহল মনে করছে নতুন ট্যাটু ঢাকতেই তাঁর এই আবরণ। আরেক পক্ষের দাবি অনুষ্ঠানে আসার আগে শ্যুটিংএর জন্য পড়া এই ব্যান্ডেজ খুলতেই ভুলে গিয়েছিলেন তিনি।
যদিও সূত্রে খবর, যশ চোপড়ার নতুন ছবির শ্যুটিং-এ মোটরবাইকের সাইলেন্সরে পা পুড়েছে এই `বলিউড` সুন্দরীর। তবে একটা বিষয় স্পষ্ট, চোট যেমনই হোক, এই নিয়ে হইচই হতে দিতে নারাজ তিনি।
First Published: Sunday, April 1, 2012, 20:14