চোটের কবলে পেস বোলার উমেশ যাদব, Injured Umesh Yadav

চোটের কবলে পেস বোলার উমেশ যাদব

চোটের কবলে পেস বোলার উমেশ যাদবটিম ইন্ডিয়ার শিবিরে আবার চোটের ধাক্কা। এবার চোটের কবলে পড়লেন ভারতের পেস বোলার উমেশ যাদব। মোহালিতে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। ফিল্ডিংয়ের সময় জোনাথন ট্রটের শট আটকাতে গিয়ে বাঁ হাতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন উমেশ। মুম্বই এবং কলকাতায় শেষ দুটি একদিনের ম্যাচের জন্য উমেশের জায়গায় অভিমন্যু মিথুনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

First Published: Friday, October 21, 2011, 16:10


comments powered by Disqus