গেদে থেকে মধ্যমগ্রাম, রাজ্য জুড়ে ঘটে চলা নৃশংস গণধর্ষণের প্রতিবাদে রাস্তায় বুদ্ধিজীবীরা

গেদে থেকে মধ্যমগ্রাম, রাজ্য জুড়ে ঘটে চলা নৃশংস গণধর্ষণের প্রতিবাদে রাস্তায় বুদ্ধিজীবীরা

গেদে থেকে মধ্যমগ্রাম, রাজ্য জুড়ে ঘটে চলা নৃশংস গণধর্ষণের প্রতিবাদে রাস্তায়  বুদ্ধিজীবীরাগেদে, গাইঘাটা, কামদুনির পর এবার মধ্যমগ্রাম। প্রতিবাদে ফের রাস্তায় বুদ্ধিজীবীরা। অ্যাকাডেমির সামনে প্রতিবাদ সমাবেশে বুদ্ধিজীবীদের পাশাপাশি তীব্র নিন্দায় সরব হলেন সাধারণ মানুষও।

মধ্যমগ্রামে ধর্ষিতা কিশোরী। শুধু ধর্ষণই নয়, উঠেছে তাকে পুড়িয়ে মারার অভিযোগ। এখানেই শেষ নয়। মৃত্যুর পর ২৮ ঘণ্টা ধরে চলেছে প্রশাসনের নজিরবিহীন টানাপোড়েন।

তিনবছর আগে যারা পরিবর্তনের কথা বলেছিলেন তাঁদের অনেকেই আজ সামিল হলেন সরকারের বিরোধিতায়।

বিকেল গড়িয়ে সন্ধে। অ্যাকাডেমির সামনে জ্বলে উঠল প্রতিবাদের মোমবাতি। নরম আলোতেই রইল আগামিদিনের লড়াইয়ের অঙ্গীকার।


First Published: Thursday, January 2, 2014, 22:39


comments powered by Disqus