Last Updated: August 12, 2013 17:41

পরিবর্তনের ২ বছর পর পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীদের বই প্রকাশ। বুদ্ধিজীবীদের কথাতেই, সরকারের ২ বছরের পারফরম্যান্স রিপোর্ট। স্বভাবতই কৌতুহল ছিল কী থাকবে রিপোর্টে? পার্ক স্ট্রিট থেকে কামদুনি। অনুব্রত মণ্ডল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক। কী মতামত বুদ্ধিজীবীদের? উত্তর মিলল না। যা মিলল তা সরকারের উদ্যোগের প্রশংসা বা সন্তোষ প্রকাশ। স্বভাবতই প্রশ্ন উঠল, এই প্রশংসা বা স্তুতি কি রাজনৈতিক উদ্দেশ্যে?
মুখে পরিবর্তনের সরকারের সমালোচনার কথা বললেও বাস্তবে কি তৃণমূলপন্থীই থেকে গেলেন বুদ্ধিজীবীরা? উত্তর মিলল প্রেসক্লাবে বই প্রকাশের সাংবাদিক বৈঠকের পরেই। যার হাতে বই প্রকাশ সেই নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী নিজেই স্বীকার করলেন, কোনও গবেষণা বা অনুসন্ধান নয়, এই বইয়ের লেখকের ব্যক্তিগত মন্তব্যই উঠে এসেছে বইয়ের পাতায় পাতায়। যা বহুলাংশে নিরপেক্ষ নয়।
কামদুনি বা অনুব্রত নিয়ে উচ্চবাচ্য নেই। উল্টে শিল্পের জন্য জমি ইস্যুতে সরকারের ভূমিকাকে সন্তোষজনক আখ্যা দেওয়া হয়েছে ১১৭পৃষ্ঠার এই বইয়ে। তাই ফিরে দেখা আসলে কতটা খোলামেলা পর্যবেক্ষণ, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেলেন খোদ বইয়ের প্রকাশক।
First Published: Monday, August 12, 2013, 17:41