Last Updated: February 19, 2013 20:55

রাজ্যে একের পর এক সন্ত্রাসের ঘটনায় উদ্বিগ্ন বুদ্ধিজীবীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের দায়সারা মনোভাবের প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে সংস্কৃতি সমন্বয় মঞ্চ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকেও প্রতিবাদের আর্জি জানানো হয়েছে।
রাজ্যে একের পর এক হিংসার ঘটনায় সমালোচনার মুখে রাজ্য সরকার। প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে সরব হল সংস্কৃতি সমন্বয় মঞ্চ। মঙ্গলবার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সাধারণ মানুষকে প্রতিবাদের আর্জি জানালেন বুদ্ধিজীবীরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য রাজ্যপালের কাছে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি সমন্বয় মঞ্চ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে সংস্কৃতি সমন্বয় মঞ্চ।
First Published: Tuesday, February 19, 2013, 20:55