Last Updated: June 20, 2013 23:41

মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। কামদুনীর আন্দোলনের নেপথ্যে রয়েছে মাওবাদীরা। মুখ্যমন্ত্রীর এই দুটি তত্ত্বই আজ খারিজ করে দিলেন বুদ্ধিজীবীরা। বরং অপর্ণা সেন, কৌশিক সেন, বিভাস চক্রবর্তীদের গলায় শোনা গেল রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা।
কামদুনি গ্রামে বিক্ষোভের মুখে পড়ার পর গুরুতর অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগের আঙুল তুলেছিলেন মাওবাদী আর সিপিআইএম-এর দিকে। মুখ্যমন্ত্রীর সমালোচনা করার থেকে আরও একধাপ এগিয়ে এই সরকার আনার জন্য প্রকাশ্যেই ক্ষমা চেয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী তরুণ সান্যাল। বৃহস্পতিবার কলেজ স্কোয়ারে বুদ্ধিজীবীদের সমাবেশ মঞ্চ থেকে এমন অনেকেই উপস্থিত ছিলেন যারা একসময়ে ছিলেন পরিবর্তনের কাণ্ডারী।
আগামিকাল কামদুনি কাণ্ডের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছেন বুদ্ধিজীবীরা। ডাক দেওয়া হয়েছে কলকাতা অচল করার।
First Published: Thursday, June 20, 2013, 23:41