বিতর্ক দূরে সরিয়ে একুশটি সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিলে পথে নামলেন বুদ্ধিজীবীরা

বিতর্ক দূরে সরিয়ে একুশটি সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিলে পথে নামলেন বুদ্ধিজীবীরা

বিতর্ক দূরে সরিয়ে একুশটি সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিলে পথে নামলেন বুদ্ধিজীবীরাকামদুনি থেকে মধ্যমগ্রাম। হাবড়া থেকে মেদিনীপুর, একের পর এক ধর্ষণের ঘটনা। প্রতিবাদে ফের পথে নামলেন বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের একাংশ।

শনিবার বেলা ১২টায় পথে নামছে একুশটি সংগঠনের মিছিল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলে পা মেলাবেন বুদ্ধিজীবীরা। এই মিছিল নিয়ে প্রথম থেকেই বিতর্ক ছড়িয়েছে নানা মহলে। তবে সমস্ত বিতর্ক দূরে সরিয়ে আজ মিছিলে অংশ নিয়েছেন বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের একাংশ।

গতকাল রাজ্যে বেড়ে চলা ধর্ষণের ঘটনার প্রতিবাদে অ্যাকাডেমিতে সমাবেশ করেন বুদ্ধিজীবীরা। আজ ২১টি সংগঠনের ডাকা মিছিলে ফের শহরের রাস্তায় নামলেন বুদ্ধিজীবীরা।

First Published: Saturday, January 11, 2014, 14:23


comments powered by Disqus