অর্থ মন্ত্রকের অনুমোদন পেলেই বাড়বে প্রভিডোন্ট ফান্ডের সুদ

অর্থ মন্ত্রকের অনুমোদন পেলেই বাড়বে প্রভিডোন্ট ফান্ডের সুদ

অর্থ মন্ত্রকের অনুমোদন পেলেই বাড়বে প্রভিডোন্ট ফান্ডের সুদপ্রভিভেন্ড ফান্ডে সুদ বাড়ানোর প্রস্তাব দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সুদের হার সাড়ে ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.৭৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে ইপিএফও। সংস্থার ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী অস্কার ফার্নান্ডেজ।

ট্রাস্টি বোর্ড সূত্রে খবর, গত অর্থবর্ষে উদ্বৃত্ত অর্থ এসেছে ইপিএফও-র হাতে। সেই কারণেই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত। তবে এই প্রস্তাবে অর্থ মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদনের পরেই উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত সুদের অর্থ জমা হয়ে যাবে। সারা দেশে প্রায় ৫ কোটি চাকুরিজীবী প্রভিডেন্ট ফান্ডের আওতায় রয়েছেন। তাঁরা সকলেই এই সিদ্ধান্তে উপকৃত হবেন।

First Published: Monday, January 13, 2014, 18:32


comments powered by Disqus