Last Updated: November 12, 2011 10:33

বাড়তে চলেছে স্বল্পমেয়াদি সঞ্চয় ও পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার। শ্যামলা গোপীনাথ কমিটির রিপোর্ট মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ডাকঘরে সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার তিন দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে চার শতাংশ। সুদের হার বাড়ছে এমআইএসেও। স্বল্পমেয়াদী সঞ্চয় এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ডাকঘরে সঞ্চয়ের ক্ষেত্রে তিন দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে চার শতাংশ। সুদের হার বাড়ছে এমআইএসে। এমআইএসে সুদের হার বাড়িয়ে করা হয়েছে আট দশমিক দুই শতাংশ। এবং পিপিএফ-এর ক্ষেত্রে করা হয়েছে আট দশমিক ছয় শতাংশ। এক বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাত দশমিক সাত শতাংশ করা হয়েছে সুদের হার। কিষাণ বিকাশ পত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে এনএসসি ও এমআইএস-প্রকল্পের ম্যাচিওরিটির সময়সীমা ছবছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে। পিপিএফ সঞ্চয়ের ক্ষেত্রে বাত্সরিক উর্ধ্বসীমা সত্তর হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে এক লক্ষ টাকা । শ্যামলা গোপীনাথ কমিটির রিপোর্ট মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা এখনও জানানো হয়নি।
First Published: Saturday, November 12, 2011, 14:46