একটু পরেই বাজেট পেশ করবেন চিদাম্বরম-- লাইভ ব্লগ--

চিদাম্বরমের চমকহীন বাজেটে আয়কর অপরিবর্তিত, নিত্য প্রয়োজনীয় পণ্যে কর ছাড়-- লাইভ ব্লগ--

চিদাম্বরমের চমকহীন বাজেটে আয়কর অপরিবর্তিত, নিত্য প্রয়োজনীয় পণ্যে কর ছাড়-- লাইভ ব্লগ--অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। দেখুন বাজেটের লাইভ আপডেট--

বাজেট বক্তৃতা রাখছেন চিদাম্বরম। কী বলছেন তিনি এক নজরে--

ছোট গাড়ি, এসইডডি-র দাম কমল। দেশী সাবান, ফ্রিজ,টিভির দাম কমল।
দেশীয় মোবাইল সেটের দাম কমল। মোটর সাইকেল, স্কুটারের দাম কমল।

উচ্চশিক্ষার জন্য সুদে ঋণ স্থগিত।

আয়করে কোনও পরিবর্তন করা হল না। পরোক্ষে করে কিছু পরিবর্তন করা হয়েছে।

গত বছর রাজস্বে ঘাটতি ছিল ৩.৩ শতাংশ। এ বছর তা ৩ শতাংশে আনা হল।

নোট ছাপানোর যন্ত্রের ওপর ৫ শতাংশ শুল্ক কমানো হল।

বড় গাড়ির দাম কমল। গাড়ির উপর উত্‍পাদন শুল্ক কমল না।

এ বছর আয়কর পরিকাঠামো অপরিবর্তিত। ক্যাপিটাল গুডস, কনসিউমার ডিউরেভলসে এক্সাইস ডিউটি ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে।

সকাল ১১.৫০টা-- প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২.২৮ লক্ষ কোটি টাকা। শিশু উন্নয়নে বরাদ্দ ৮১ হাজার কোটি টাকা।

পঞ্চায়েত প্রকল্পে বরাদ্দ ৮২,২০২ কোটি টাকা। গ্রামীন উন্নয়নে ৮২ হাজার কোটি টাকা।
পরিকল্পনা বহির্ভূত খাতে বরাদ্দ ১২ লক্ষ কোটি টাকা।

সংখ্যালঘু খাতে বরাদ্দ ৩৭৭১ কোটি টাকা।

খাদ্যে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার ভর্তুকি।

৩৩ বছরে সবচেয়ে বেশি বৃদ্ধি ইউপি-এ আমলে--

১১.৪৮টা-- গ্রামীণ গৃহনির্মাণের জন্য ৬০০০ কোটি টাকা বরাদ্দ। পেনশনের জন্য প্রতিরক্ষা মন্ত্রককে ৫০০ কোটি টাকা অনুদান। সিআরপি-র জন্য ৫১০০ কোটি টাকা বরাদ্দ।

এ বছর ৮ হাজারের বেশি ব্যাঙ্ক চালু হবে।

১১.৪৬টা-- গ্রামীন উন্নয়নে বরাদ্দ ৮২ হাজার কোটি টাকা।

সেনাবাহিনীর জন্য নতুন নীতি। এক পদ এক পেনশন স্কিম।

১৫০০ কোটি ডলার থাকবে দেশের ভান্ডারে।

সংখ্যালঘু খাতে বরাদ্দ ৩৭৭১ কোটি টাকা।

মহিলাদের নিরাপত্তার জন্য নির্ভয়া ফান্ডে ১০০০ কোটি টাকা আগামী বছর আরও ১ হাজার কোটির অনুদান।

১১.৪৩টা-- আর্থিক স্থিতিশীলতাই প্রধান লক্ষ। ৭.৩০ শতাংশ হারে মুদ্রাস্ফীতি হয়েছে। ৪ শতাংশের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছি।

১১.৪২টা-- রেলকে ২৯ হাজার কোটি টাকা অনুদান দেওয়া হবে এ বছর।

উত্তর পূর্ব, হিমাচল, উত্তরাখণ্ডকে ১২০০ কোটি টাকা।

পরিকল্পনা খাতে ৫ লক্ষ ৫৫ কোটি টাকা খরচ করা হবে।

৩টি নতুন শিল্প করিডর গড়ার প্রস্তাব।

রাজগুলিকে আর্থিক সহায়তার হার বৃদ্ধি। শিশু উন্নয়নে বরাদ্দ ৮১ হাজার কোটি টাকা।

১১.৩৬টা-- ৩৩০০ কোটি টাকা রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়া হয়েছে। সরাসরি ভর্তুকির ক্ষেত্রে বাধা এসেছে। তবে সরকার এই বাধা অতিক্রম করবে।

সকাল ১১.৩৫টা-- ইউপিএর ১০ বছরে আর্থিক বৃদ্ধির হার ১০.৬ শতাংশ

৪টি সৌরবিদ্যুত্‍ কেন্দ্র স্থাপিত হবে ২০১৪-১৫ সালে।

১১.৩০টা-- চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, অমৃতসরে নতুন রাস্তা তৈরি হবে। মুদ্রাস্ফীতির হার ৫ শতাংশ কমেছে। দেশে বিদ্যুত্‍ উত্‍পাদন বেড়েছে।

১১.২৮টা-- ভ্যাক্সিন, থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য নতুন তহবিল তৈরি হবে।

ছোট শিল্পে জোর দেওয়া হচ্ছে। পরিকাঠামো উন্নয়নে অগ্রগতি হয়েছে।

১১.২৭টা- ৭.৩ শতাংশ হারে মুদ্রাস্ফীতি হয়েছে। ২৯৬ টি সরকারি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে।

১১.২৬টা- শিল্পে রপ্তানি কমে গিয়েছিল, তবে একন তা বেড়েছে।

১১.২৫টা-- আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.২ শতাংশ।

১১.২০টা- ৩৯ হাজার বর্গ কিমি রাস্তা তৈরি হয়েছে। ৩ হাজার কিলোমিটার রেলপথ তৈরি হয়েছে।

১১.১৭টা- বিনিয়োগে ঘাটতি হয়নি। রাজস্ব ঘাটতি । খাদ্যদ্রব্যে মুল্যবৃদ্ধি চিন্তার বিষয়।

১০ বছরে ১০ কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা। ২৫৫ মিলিয়ন টন খাদ্যদ্রব্য উত্‍পাদন হয়েছে।

রাজস্ব ঘাটতি ৪.৬ শতাংশ।

১১.১৬টা-- কমেছে জিডিপির হার।

১১.১৬টা- গঠনগত বেকারির হার বেড়েছে। হার কমেছে উন্নয়নের।

ভারতীয় অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ। হার কমেছে উন্নয়নের। কমেছে জিডিপির হার।

১১.১৫টা- বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের প্রভাব পড়েছে ভারতে

সকাল ১১.১০টা-- বিরোধের জেরে আপাতত বক্তব্য বন্ধ রেখেছেন চিদম্বরম। পরে ফের শুরু করলেন।

সকাল ১১.১০টা- তেলেঙ্গানা ইস্যুতে চলছে তুমুল হট্টগোল। তার মাঝেই চলছে বাজেট পেশ।

সকাল ১১.০৩টা-- বাজেট বক্তৃতা শুরু পি চিদাম্বরমের।

সকাল ১১টা- শুরু বাজেট অধিবেশন।

সকাল ১০.৩০টা-- বাজেটের আগে চলছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক।

তেলেঙ্গানা বিক্ষোভের জেরে সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা।

সকাল ১০.২০টা-- বাজেটের আগে ঊর্ধ্বমুখী সেনসেক্স,নিফটি।

সকাল ১০.১৫টা-- সূত্রের খবর, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা নেই।

সকাল ১০.১০টা- মরিচ কাণ্ডের জেরে সংসদে ঢোকার আগে সাংসদদের ভাল করে পরীক্ষা করা হচ্ছে।

আজই ইউপিএ-২ এর শেষ বাজেট

সকাল ১০টা-- একটু পরেই পেশ হতে চলেছে বাজেট।


সকাল ৯.৪৫টা-- কিছুক্ষণ আগে সংসদে পৌঁছলেন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
তেলেঙ্গানা ইস্যুতে তুমুল হট্টগোলের মাঝেই সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বিশ্বজোড়া আর্থিক মন্দার ধাক্কা সত্ত্বেও দেশের অর্থনীতি স্থিতিশীল হয়েছে বলে জানালেন তিনি। অর্থমন্ত্রীর আশা, সরকারের মূল মাথাব্যাথা রাজকোষ ঘাটতিকে চার দশমিক ছয় শতাংশে বেধে রাখা সম্ভব হবে। চলতি খাতে ঘাটতির পরিমাণও চার হাজার পাঁচশ কোটি মার্কিন ডলারের কম হবে বলে মনে করেন তিনি। তেলেঙ্গানা ইস্যুতে সংসদ উত্তাল থাকায় আজ নজিরবিহীন ভাবে বক্তৃতার আগেই বাজেট পেশ করেন চিদম্বরম। পরে অবশ্য হট্টগোলের মাঝেই বাজেট পড়ে শোনান তিনি।

First Published: Monday, February 17, 2014, 14:58


comments powered by Disqus