শুরু হল আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উত্‍সব, International Childrens Film Festival

শুরু হল আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উত্‍সব

শুরু হল আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উত্‍সবশুরু হল আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উত্‍সব। বুধবার নন্দনে এই চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধন করে শিশুশিল্পী পার্থ গুপ্তে। স্টানলিকা ডাব্বা ছবির কেন্দ্রীয় চরিত্রাভিনেতা ১০ বছরের পার্থর সঙ্গে এসেছিলেন ওই ছবির পরিচালক আমোল গুপ্তে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শুরু হয় চলচ্চিত্র উত্‍সব। শিশু শিল্পীর হাত দিয়েই সূচনা হল শিশু-কিশোর চলচ্চিত্র উত্‍সবের। শিশু চলচ্চিত্র উত্‍সব উদ্বোধন করে মুগ্ধ ছোট্ট পার্থ। উত্‍সবের উদ্বোধক স্টানলিকা ডাব্বা ছবির পার্থ গুপ্তে ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক আমোল গুপ্তে, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রসহ সংস্কৃতি জগতের বহু চেনা মুখ। মঞ্চে না উঠলেও এদিনের অনুষ্ঠানে আগাগোড়া হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখানো ছাড়াও ছোটদের ছবি তৈরি শেখানোর ওয়ার্কশপেরও আয়োজন করা হয়েছে উত্‍সবে। থাকছে চলচ্চিত্র নিয়ে ক্যুইজও। তেরোটি দেশের বাছাই ছবি নিয়ে এই চলচ্চিত্র উত্‍সব চলবে আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত। 
 





First Published: Thursday, December 22, 2011, 11:50


comments powered by Disqus