শুরু হয়ে গেল ৩৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

শুরু হয়ে গেল ৩৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

শুরু হয়ে গেল ৩৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাশুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মঙ্গলবার দুপুর তিনটেয় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের থিম ইতালি। বিশেষ অতিথি ইতালির সাহিত্যিক বেপ্পে সেভেরনিনি। বইমেলার ইতিহাসে এবছরই প্রথম উদ্বোধন অনুষ্ঠানে ছিল পাশ্চাত্যের ভিভাল্ডির মিউজিক। বইমেলা চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত।


নতুন সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রথম বইমেলা। এবছর বইমেলায় থাকছে মোট ৭৮৫ টা স্টল। প্রতিটি স্টলেই থাকবে বিশেষ অগ্নিনির্বাপণ ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করতে থাকছে ৪৮টি সিসিটিভি। বুধবার থেকেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে গেট। বইপ্রেমীদের জন্য এবছর বইমেলায় বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে সাহিত্য উত্‍সব। 






First Published: Wednesday, January 25, 2012, 09:19


comments powered by Disqus