Last Updated: May 28, 2012 21:16

আন্তর্জাতিক স্টুডেন্টস ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করছে সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। ১ জুন থেকে এসআরএফটিআইতে শুরু হবে ফিল্ম ফেস্টিভ্যাল। টানা তিন দিন ধরে চলবে চলচ্চিত্র উত্সব। অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা গিরিশ কাসারাভাল্লিকে সংবর্ধনা দেওয়া হবে এসআরএফটিআই এর তরফে ।
উত্সবের প্রথম দিন সংবর্ধনা দেওয়া হবে গাস্তো রোবের্জকেও। মোট ২১ টি দেশ থেকে চলচ্চিত্র শিক্ষার ছাত্রছাত্রীরা উত্সবে যোগ দেবেন। তিনদিনের ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের তৈরি ছবি দেখানো হবে।
First Published: Monday, May 28, 2012, 21:19