২৪ ঘণ্টার মুখোমুখি সরবজিতের সঙ্গী

২৪ ঘণ্টার মুখোমুখি সরবজিতের সঙ্গী

২৪ ঘণ্টার মুখোমুখি সরবজিতের সঙ্গীশেষ পর্যন্ত গ্রামে ফিরেছে সরবজিত্‍ সিং-এর কফিনবন্দি দেহ। কোন অপরাধে দু`দশকরেও বেশি সময় পাক জেলে বন্দি থাকলেন সরবজিত্‍? তাঁর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ কি সত্য? পাকিস্তানের জেলে কতটা নিরাপদ ভারতীয় বন্দিরা? ২৪ ঘণ্টাকে জানিয়েছেন গুঞ্জনাওয়ালা জেলে এক সময়ে সরবজিতের সঙ্গী মেহবুব ইলাহি। চরবৃত্তির অভিযোগেই ১৯৯৬ সাল পর্যন্ত পাক জেলে বন্দি ছিলেন ইলাহি।

মেহবুব ইলাহির ইন্টারভিউ দেখতে ক্লিক করুন এখানে







First Published: Saturday, May 4, 2013, 16:32


comments powered by Disqus