শিল্পকে বাঁচিয়ে রাখার দাবিতেই মে দিবস পালন আইএনটিইউসির

শিল্পকে বাঁচিয়ে রাখার দাবিতেই মে দিবস পালন আইএনটিইউসির

শিল্পকে বাঁচিয়ে রাখার দাবিতেই মে দিবস পালন আইএনটিইউসিররাজ্য জুড়ে পাঁচ লক্ষ ব্যানার পোস্টার নিয়ে মে দিবস পালন করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। টাকার দাবিতে শ্রমিক আন্দোলন নয়, শিল্পকে বাঁচিয়ে উত্‍পাদন বাড়ানোর স্লোগান দিল তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন। শ্রমিকরা শুধু টাকার দাবিতে আন্দোলন করবে না। শিল্প সম্পর্কেও দায়িত্বশীল হতে হবে শ্রমিকদের। কারখানার উত্‍পাদন বৃদ্ধিতেও সক্রিয় ভূমিকা নিতে হবে তাঁদের। মঙ্গলবার মেট্রো চ্যানেলে মে দিবসের অনুষ্ঠানে  এমনই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতৃত্ব। চিরাচরিত লাল পতাকা নয়, ত্রিবর্ণরঞ্জিত পতাকাই শ্রমিকদের পতাকা বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট পরিবর্তনের জন্য শ্রমিকদের আন্দোলনে নামার পরামর্শ দেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। তবে তৃণমূলের মে দিবস পালনের অনুষ্ঠানকে কটাক্ষ করেছেন বাম নেতারা। মঙ্গলবার সিটু রাজ্য দফতরে মে দিবসের অনুষ্ঠানে সিটু নেতা শ্যামল চক্রবর্তী বলেন মে দিবসের মে দক্ষিণপন্থীরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।

মে দিবসে জাতীয় পতাকা উত্তোলনক ঘিরে তৈরি হয় বিতর্ক। পতাকা তোলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়। ভুল বুঝতে পেরেই নামিয়ে নেওয়া হয় পতাকা। এরপর ফের সঠিকভাবে পতাকা উত্তোলন হয়। বিতর্ক তৈরি হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের পদ্ধতি নিয়েও।






First Published: Tuesday, May 1, 2012, 22:08


comments powered by Disqus