Last Updated: February 17, 2012 23:35
ডাউ নিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থার দাবি মানেনি আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। অলিম্পিকে ডাউকে স্পনসর হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইওসি। আন্তর্জাতিক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে আইওএ। অলিম্পিকে ডাউকে স্পনসর হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্তকে বড় ভুল বলে জানান হয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে।আইওসির পাল্টা দাবি ভোপাল গ্যাস দুর্ঘটনার সঙ্গে ডাউ জড়িত নয়। দুর্ঘটনার সময় ইউনিয়ন কারবাইডে ডাউয়ের কোন অংশীদারিত্ব ছিল না বলে তাঁদের স্পনসর করা হয়েছে বলে আইওসির পক্ষ থেকে জানানো হয়েছে।
First Published: Friday, February 17, 2012, 23:35