মন ভরাতে পারল না আইফোন ৪এস

মন ভরাতে পারল না আইফোন ৪এস

মন ভরাতে পারল না আইফোন ৪এসতাঁর মৃত্যুর কয়েকঘণ্টা আগেই বাজারে আত্মপ্রকাশ করল অ্যাপলের নবজাতক আইফোন ৪এস। কিন্তু আমজনতার মন জয়ে ব্যর্থ হল শোচনীয় ভাবে।
অ্যাপলের শ্রষ্ঠা স্টিভ জোবস তখন ক্যালিফোর্নিয়ায় জীবনের অন্তিম প্রহর গুণছেন। সংস্থার নয়া সিইও টিমোথি কুকের উপস্থিতিতে অ্যাপল অনুরাগীদের সামনে আইফোন ৪এস-এর পরিচয় করিয়ে দিলেন এক সিনিয়র এক্সিকিউটিভ। কিন্তু এই পরিচয়পর্বের কোথাও ছিল না, নীল জিন্স, কালো টি শার্টের শীর্ণকায় জাদুকরের অভিনবত্বের ছিটেফোঁটাও। ঠিক যেমন অগ্নাশয়ের ক্যানসারে আক্রান্ত স্টিভের অবসরের পর বাজারে আসা অ্যাপলের প্রথম প্রোডাক্টে নেই অ্যাপল-সুলভ কোনও প্রযুক্তিগত চমক। যার পরিণাম ইতিমধ্যেই পড়েছে শেয়ার বাজারে। আইফোন ৪এস-এর আত্মপ্রকাশের কিছুক্ষণের মধ্যেই অ্যাপলের শেয়ারের দাম পড়েছে প্রায় পাঁচ শতাংশ। অবশ্য টিমোথি কুক আর তাঁর সঙ্গীদের কাছে আরও বড় ধাক্কাটা এসেছে কয়েক ঘণ্টা পরই। েবার স্টিভের অবর্তমানে অ্যাপলের ভবিষ্যত নিয়েই প্রশ্ন উঠে গেল অনুরাগীমহলে।

First Published: Thursday, October 6, 2011, 14:48


comments powered by Disqus