Last Updated: September 10, 2012 15:59

চলতি মাসের ১২ তারিখেই সম্ভবত আত্মপ্রকাশ করবে আইফোন ফাইভ। মুক্তির প্রথম সপ্তাহেই এই ফোনের বিক্রি ১০ মিলিয়ন ছুঁয়ে ফেলবে বলে মনে করছেন ওয়াল স্ট্রিট বিশেষজ্ঞরা। তবে ১২ তারিখে প্রথম দর্শন হলেও, কোনও কোনও সূত্রে খবর, সেপ্টেম্বরের ২১ তারিখের আগে শোরুমে আসছে না এই ফোন।
গত বছরের রিপোর্ট বলছে অ্যাপেলের ঠিক আগের সংষ্করণের মোবাইল মডেল, আইফোন ফোর-এস, মুক্তি পাওয়ার প্রথম তিনদিনের বিক্রিই প্রায় চার মিলিয়ন ছুঁয়েছিল। সেই কারণেই, চাহিদা অনুযায়ী যোগান থাকলে, এবছর একসপ্তাহের মধ্যেই ১০ মিলিয়ন মডেল বিক্রি হতে পারে বলে অনুমান বিশ্লেষকদের। তাঁদের এই ধারণা সত্যি হলে সেপ্টেম্বর কোয়ার্টারে আইফোনের বিক্রি ২৬ মিলিয়নে পৌঁছবে যা ওয়াল স্ট্রিটের অন্যান্য বছরের গড় বিক্রি ২২ থেকে ২৩ মিলিয়ন ছাড়িয়ে যাবে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবরের ৪ তারিখ আত্মপ্রকাশ করে ফোর এস। ঠিক তার পরের দিন, অক্টোবরের ৫-এ আধ খাওয়া আপেল ফেলে চিরতরে চলে যান ম্যাক-এর স্রষ্টা স্টিভ জোব্স।
First Published: Monday, September 10, 2012, 15:59