Last Updated: June 1, 2014 23:09
আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়লেন ঋদ্ধিমান সাহা। আইপিএলের ফাইনালে প্রথম ক্রিকেটার হিসেবে শতরান করার নজির গড়লেন তিনি। এদিন ফাইনালে নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যাট হাতে শুরু থেকেই অনবদ্য ছিলেন ঋদ্ধিমান। মাত্র উনপঞ্চাশ বলে শতরান করেন বাংলার এই ক্রিকেটার। পঞ্চান্ন বলে একশো পনেরো রান করে অপরাজিত থাকেন ঋদ্ধিমান। তাঁর এই ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি।
চিন্নাসামীতে আইপিএলের ফাইনাল। কেকেআরের সামনে ২০০ রানের লক্ষ্যমাত্রা রাখল কিংস ইলেভেন পঞ্জাব। ৪৯ বলে শতরান করে আইপিএল ফাইনালে রেকর্ড করলেন ঋদ্ধিমান সাহা।
First Published: Sunday, June 1, 2014, 23:09