Last Updated: April 11, 2013 21:28

গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়ালেন কোহলি। আউট হওয়ার পর কোহলি মেজাজ হারিয়ে গম্ভীরকে প্রায় মারতে গেলেন। তারপর চলল তুমুল বাক বিতণ্ডা। কে জানে বাকি ক্রিকেটার, আম্পয়াররা ছাড়াতে না গেলে কী হত! ভাজ্জি-শ্রীশান্তরাও অতীতে আইপিএলে এমন করেছেন। অথচ এটা তো শুধুই বিনোদনের ক্রিকেট। তাহলে এটা টিআরপি বানানোর একটা পূর্ব পরিকল্পিত ছক। নাকি আইপিএলে জয়ের খিদে এতটাই বেড়ে যায় যে ক্রিকেটাররা মরিয়া হয়ে মেজাজ হারান।
জানান আপনার মত। নীচে লিখুন কী মনে হয় আপনার।
First Published: Thursday, April 11, 2013, 21:28