Last Updated: April 1, 2013 22:51

আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল।
দেখুন মহড়ার এক্সক্লুসিভ ছবিমঙ্গলবার সন্ধেয় আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এশিয়ার সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গন মাতাতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সোমবার মহাকরণে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়ে আসেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। যুবভারতীতে যাওযার ব্যাপারে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আইপিএল সিক্সের উদ্বোধনী অনুষ্ঠান বলে কথা। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আগের রাতে তাই মহড়াও ছিল রীতিমত নজরকাড়া। মহড়া তদারকি করতে সোমবার রাতেই যুবভারতীতে পৌঁছে যান কিং খান। মঞ্চে রিহার্সাল চলাকালীন সবকিছু নিখুঁতভাবে পরিদর্শন করলেন। নাচের ভঙ্গিমা থেকে শুরু করে খুঁটিনাটি সববিষয় নিয়ে কথা বলতেও দেখা গেল তাঁকে।
মঙ্গলবার যুবভারতীতে আইপিএল সিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ঘটবে বলিউড ও হলিউডের ফিউশন। শাহরুখ খানের সঙ্গে মঞ্চ কাঁপাবেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে আমেরিকান র্যাপার পিটবুল। তাঁর গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যেতে পারে কিং খানকে। রবীন্দ্রসঙ্গীতের খোল নলচে বদলাচ্ছেন প্রীতমও।
বিশাল স্টেডিয়ামের কোথাও তিল ধরানোর জায়গা নেই। তিনশো ফুটের অনুষ্ঠান মঞ্চ তৈরি করা হয়েছে। আইপিএলের লোগো আঁকা বিশাল বেলুনকে ঘিরে থাকবে আরও নটি বেলুন। মুম্বই ইন্ডিয়ান্স, নাইট রাইডার্স, চেন্নাই সুপারকিংসের মত আইপিএলের বিভিন্ন টিমের লোগো আঁকা থাকবে বেলুনগুলিতে। গতবারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ওপর থেকে উড়ে আসা আইপিএল সিক্সের ট্রফি বসিয়ে দেবেন মঞ্চে। সোমবার চলে সেই প্রস্তুতিও।
First Published: Tuesday, April 2, 2013, 10:09