Last Updated: April 21, 2013 18:26

শ্রীলঙ্কা ক্রিকেটার ইস্যুতে ফ্র্যাঞ্চাইজিদের চাপে শেষ পর্যন্ত মাথা নোয়ালো আইপিএল কমিটি। চেন্নাই থেকে প্রথম দুটি প্লে-অফ ম্যাচ সরিয়ে নিতে চলেছে তারা। সোমবার চেন্নাইয়ে আইপিএল কমিটির বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তামিলনাড়ু সরকার শ্রীলঙ্কা ইস্যুতে চেন্নাইয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর আইপিএল কমিটিও ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেয় চেন্নাইয়ে তারা যেন কোনও শ্রীলঙ্কার ক্রিকেটারকে না খেলায়।
আইপিএল কমিটির এই সিদ্ধান্তে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি অসন্তোষ প্রকাশ করেন। তারা জানিয়ে দেন চেন্নাইয়ে শ্রীলঙ্কার ক্রিকেটাররা না খেললে চেন্নাই সুপার কিংস ছাড়া সব দলেরই অসুবিধা হবে। তারা গ্রুপ লিগে এই সিদ্ধান্ত মানলেও প্লেঅফে এই সিদ্ধান্ত মানবে না। এরপর ভারতীয় বোর্ডও নড়েচড়ে বসে। চেন্নাই থেকে প্লেঅফ সরানোরও চিন্তাভাবনা শুরু করে বোর্ড। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দলগুলির অসুবিধার কথা মাথায় রেখেই তারা প্লেঅফের ভেনু পরিবর্তন করতে চলেছে।
First Published: Sunday, April 21, 2013, 18:26