Last Updated: May 30, 2012 10:05

রাজ্যের আইএএস অফিসারদের পর আজ আইপিএস অফিসারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সন্ধে সাতটায় টাউনহলে বৈঠকটি শুরু হওয়ার কথা। সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার টাউনহলে আইএএস অফিসারদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে আমলাদের একটা অংশের কাজের পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁর সরকার যে গতিতে উন্নয়নের কাজে এগোচ্ছে, আমলাদের একটা অংশ তার সঙ্গে পাল্লা দিতে পারছে না। এই পরিস্থিতিতে পুলিস অফিসারদের সঙ্গে মঙ্গলবারের বৈঠকে তিনি কী নির্দেশ দেন, এখন সেটাই দেখার।
মঙ্গলবারের বৈঠকে আমলাদের নৈশভোজে আপ্যায়ণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের বর্ষপূর্তি উপলক্ষে এদিনের বৈঠকেও সেই আয়োজন রাখা হয়েছে।
First Published: Wednesday, May 30, 2012, 19:42