Last Updated: December 21, 2013 22:55
এবার লড়াই পুলিসের একেবারে শীর্ষ মহলে। আইপিএসদের বিরুদ্ধে মামলা করলেন আরেকদল আইপিএস। নজিরবিহীন এই ঘটনার জন্য তাঁরা দায়ি করেছেন রাজ্য সরকারকেই।
রাজ্য সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক, পক্ষপাতমূলক এবং গোপনে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ এনেছেন সরাসরি ২৩ জন আইপিএস অফিসার। আর তাঁরা মামলা করেছেন এরাজ্যের পুলিস সার্ভিস থেকে আইপিএস-এ পদোন্নতি ঘটানো তিরিশ জন অফিসারের বিরুদ্ধে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে দায়ের করা ওই মামলায় রাজ্য ও কেন্দ্র সরকার ছাড়াও রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজি-কেও যুক্ত করা হয়েছে।
First Published: Saturday, December 21, 2013, 22:55