Last Updated: February 22, 2012 18:57

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উপসাগরীয় যুদ্ধের আবহে সে দেশের ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনি ফের দাবি করলেন, তাঁর দেশের পরমাণু অস্ত্র তৈরি করার ইচ্ছা নেই। বুধবার তেহরানে খামেইনি বলেন, ``আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি না। আমরা পরমাণু শক্তির উপর ভিত্তি করে বিশ্বের কয়েকটি দেশের একাধিপত্ত ভাঙতে চাইছি। আল্লাহ্ চাইলে, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবই।``
এদিন দেশের পরমাণু বিজ্ঞানীদের সঙ্গে একটি বৈঠকও করেন খামেইনি। পশ্চিমি দুনিয়ার চোখ রাঙানির বিষয়ে তিনি বলেন, ``শত্রুরা যে যাই হুমকি দিক, পরমাণু শক্তির সঙ্গে সরাসরি আমাদের জাতীয় স্বার্থ জড়িয়ে আছে।`` ইরানের পরমাণু কর্মসূচির বিরোধিতায় ইতিমধ্যেই ইরানের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তাদের দাবি, পরমাণু কর্মসূচির নামে পরমাণু অস্ত্র তৈরি করছে তেহরান।
ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি খামেইনি মার্কিন যুক্তরাষ্ট্রকে কার্যত হুমকি দিয়ে জানান, ইরান আক্রমণ করলে, তার ফল ভালো হবে না।
First Published: Wednesday, February 22, 2012, 18:57