পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সিদ্ধান্ত নেয়নি ইরান, বললেন পানেত্তা

পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সিদ্ধান্ত নেয়নি ইরান, বললেন পানেত্তা

পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সিদ্ধান্ত নেয়নি ইরান, বললেন পানেত্তাইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এবার ভিন্ন সুর মার্কিন যুক্তরাষ্ট্রের গলায়! বুধবার মার্কিন প্রতিরক্ষা সচিব লিওন পানেত্তা জানান, ইরান পরমাণু জ্বালানি সমৃদ্ধিকরণ শক্তির উন্নয়ন করছে। কিন্তু পরমাণু অস্ত্র বানাবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি তেহরান।

তিনি বলেন, ``আমার মনে হয়, ওরা পরমাণু জ্বালানি প্রযুক্তির উন্নয়ন করছে। তবে আমাদের গোয়েন্দারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি তেহরান।``

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্রিকা নিউইয়র্ক টাইমস-এ শনিবার প্রকাশিত খবরে জানানো হয়, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে কোনও প্রমাণ নেই মার্কিন গোয়েন্দাদের কাছে। ২০০৭-এ ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করলেও, পরে তা প্রত্যাহার করে। তবে মার্কিন গোয়েন্দারা বিষয়টি নিয়ে কিছু না জানালেও, মার্কিন প্রতিরক্ষা সচিবের বক্তব্যে কিন্তু খবরটির সত্যতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে দাবি করে, ইতিমধ্যেই ইরানের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। অপরদিকে, তাদের পরমাণু জ্বালানি সমৃদ্ধিকরণ শান্তির উদ্দেশ্যেই বলে বার বার দাবি করছে তেহরান।





First Published: Thursday, March 1, 2012, 12:27


comments powered by Disqus