ইরাকে ধারাবাহিক বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৩০

ইরাকে ধারাবাহিক বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৩০

ইরাকে ধারাবাহিক বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৩০ইরাকে ফের ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৩০ জনের। ইরাকের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার রাজধানী বাগদাদেই একের পর এক বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৭ জনের। উত্তর ইরাকের কিরকুকে ৯ জন এবং সালাউদ্দিন প্রদেশের সামারায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও উত্তর বাগদাদের বাকুবায় একটি আত্মঘাতী বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। এর আগে ২০ মার্চে লাগাতার বিস্ফোরণ ও গুলি চালনায় ইরাকে মৃত্যু হয়েছিল প্রায় ৫০ জনের। আহতের সংখ্যা আড়াইশো ছাড়ায়। সেই হিংসার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন আল কায়েদা। তবে বৃহস্পতিবারের বিস্ফোরণে এখনও কোনও সংগঠন দায় স্বীকার না করলেও সন্দেহের তির আল কায়েদা`র দিকেই।

First Published: Thursday, April 19, 2012, 16:44


comments powered by Disqus