Last Updated: June 13, 2012 15:21

ধারাবাহিক বিস্ফোরণে ইরাকে ৫৬ জনের মৃত্যু হল। বুধবার কাকভোরে সে দেশের রাজধানী বাগদাদ-সহ একাধিক শহরে পর পর বিস্ফোরণ হয়। শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য করে এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
প্রয়াত এক ধর্মগুরুর স্মরণসভায় যোগ দিতে বুধবার সকালে বিভিন্ন জায়গা থেকে বাগদাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শিয়ারা। বিভিন্ন জায়গায় সেই মিছিলগুলিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা।
পুলিস জানিয়েছে, ভোর পাঁচটা নাগাদ উত্তর বাগদাদের শহরতলিতে শিয়াদের একটি ধর্মীয় মিছিলে প্রথম বোমটি ফাটে। বিস্ফোরণে মৃত্যু হয় ৭ জনের, আহত হন ২২ জন। এক ঘণ্টা কাটতে না-কাটতেই বাগদাদের বিভিন্ন এলাকায় আরও ৩টি বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ১৯ জনের। বিস্ফোরণ হয়েছে বাগদাদ থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণে হিল্লা শহরেও। শহরের কেন্দ্রস্থলে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে ২১ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছে ৫৩ জন। দক্ষিণ ইরাকের শহর কারবালাতেও শিয়াদের লক্ষ্য করে গাড়ি বোমা বিস্ফোরণ হয়। সেখানে ২ জনের মৃত্যু হয়েছে। বাগদাদের উত্তরে শিয়া অধ্যুষিত শহর বালাডে পর পর দুটি গাড়ি বোমা বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়েছে।
এই নিয়ে এক সপ্তাহে তৃতীয় হামলার ঘটনা ঘটল বাগদাদে। এই ভাবে হামলার ঘটনা চলতে থাকলে ইরাকে নতুন করে হিংসা ছড়াতে পারে বলে মনে করছেন অনেকে। বুধবারের ঘটনায় সুন্নি সন্ত্রাসবাদী ও আল-কায়দার হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
First Published: Wednesday, June 13, 2012, 15:21