সন্ত্রাসকে হারিয়ে ইরাকে চলছে ভোট

সন্ত্রাস-বিধ্বস্ত দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সন্ধানে আজ ইরাকে চলছে সাধারণ নির্বাচন

সন্ত্রাস-বিধ্বস্ত দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সন্ধানে আজ ইরাকে চলছে সাধারণ নির্বাচন২০১১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আজ ইরাকে প্রথম গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া চলছে। ৮,০০০-এর বেশি নির্বাচনী কেন্দ্র আজ স্থানীয় সময় সকাল ৭টা থেকে খুলে গেছে ভোটারদের জন্য। সন্ধে ৬টা অবধি চলবে ভোট গ্রহণ।

২১ মিলিয়ন ইরাকবাসী আজ যুদ্ধ, সন্ত্রাস বিদ্ধস্ত ইরাকে নতুন সংসদীয় গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ করছেন। ২৮০টি বিভিন্ন রাজনৈতিক দলের ৯,০০০ প্রার্থী ৩২৮টি সিটে প্রতিদ্বন্ধীতা করছেন।

অন্যদিকে ইরাকের অধুনা প্রধানমন্ত্রী নুরি-আল-মালিকি তাঁদের জয় সম্পর্কে নিশ্চিত বলে ঘোষণা করেছেন। গণতন্ত্রের হাত ধরেই তিনি ক্ষমতায় ফিরবেন বলে দাবি করেছেন মালিকি। নির্বাচনের পর যে কোনও দলের সঙ্গেই জোট গড়তে তাঁর দলের আপত্তি নেই।

First Published: Wednesday, April 30, 2014, 16:27


comments powered by Disqus