`জুরাসিক পার্ক`-এর সিক্যুয়ালে ভিলেনের চরিত্রে ইরফান খান

`জুরাসিক পার্ক`-এর সিক্যুয়ালে ভিলেনের চরিত্রে ইরফান খান

`জুরাসিক পার্ক`-এর সিক্যুয়ালে ভিলেনের চরিত্রে ইরফান খান------------------------------
ফের হলিউডে হাইপ্রোফাইল সিনেমায় ইরফান খান। `লাইফ অফ পাই` সিনেমায় দুরন্ত অভিনয়ের পর এবার ইরফানকে দেখা যাবে ‘জুরাসিক পার্ক’ ছবির সিক্যুয়াল ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এ। তবে এবার নেগেটিভ চরিত্রে।

ছবিতে ইরফান খান জুরাসিক পার্কের মালিক বিলিয়নিয়ার পাটেলের চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে অভিনয় করা নিয়ে গত বছর থেকেই নির্মাতার সঙ্গে তার কথা চলছিল। যদিও ইরফান খান কোন চরিত্রে অভিনয় করছেন তা নিয়ে বির্তক রয়েছে। ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবিটিতে ইরফান খান ছাড়া আরও অভিনয় করছেন হলিউডের ক্রিস প্রেট, ব্রুস ডালাস হাওয়ার্ড, জেকি জোন্সসহ অনেকে।

প্রসঙ্গত, সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৫ সালের ১২ জুন টুডি এবং থ্রিডি ভার্সনে মুক্তি পাবে `জুরাসিক ওয়ার্ল্ড`।

First Published: Sunday, March 2, 2014, 19:46


comments powered by Disqus