Last Updated: March 28, 2014 23:47

পাকিস্তান ফুটবলের কি হাল ধরতে চলেছেন দিয়েগো মারাদোনা? ফুটবলের রাজপুত্রকে পাকিস্তানে আসার জন্য আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। কয়েকদিন আগে পাকিস্তান ফুটবলের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তুলনা করেছিলেন মারাদোনা। কটাক্ষ করে কিংবদন্তি এই ফুটবলার জানিয়েছিলেন তাঁর দেশের এবং পাকিস্তান ফুটবল কর্তাদের ফুটবলের সম্পর্কে জ্ঞান সমান।
মারাদোনার এই মন্তব্যের পর কোনও কড়া প্রতিক্রিয়া দেননি পাক ফুটবল সংস্থার কর্তারা। বরং তাঁরা খুশি যে মারাদোনার তাঁদের দেশের ফুটবলের সম্পর্কে খোঁজখবর রাখেন। তাই দেশের ফুটবলের উন্নতির স্বার্থে মারাদোনাকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানাতে চলেছে পাক ফুটবল অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন দুবাইয়ের ক্লাব আল ওয়াসালকে কোচিংয়ে করিয়েছিলেন মারাদোনা। পাক ফুটবল অ্যাসোসিয়েশন কর্তাদের আশা তাঁদের দেশে
First Published: Friday, March 28, 2014, 23:47