বিশ্বের সেরা সুন্দরীর পথে বন্যা

বিশ্বের সেরা সুন্দরীর পথে বন্যা

বিশ্বের সেরা সুন্দরীর পথে বন্যাচণ্ডীগড় থেকে চায়নার অর্ডোস। মিস ওয়ার্ল্ড-এর মঞ্চে বন্যা মিশ্র। আর আজ সন্ধেয় তাঁর দিকেই তাকিয়ে গোটা দেশ। মিস ওয়ার্ল্ড ২০১২-তে তিনিই ভারতের প্রতিনিধি।

চলতি বছরের ৩০ মার্চ বন্যা জেতেন ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাব। আর তারপরই প্রত্যাশা বেড়ে চলেছে সকলের।

চীনের সুসজ্জিত অর্ডোস শহরে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে এই সুন্দরীদের প্রতিযোগিতা। অংশগ্রহণ করবেন সারা বিশ্বের প্রায় ১১৬ জন সুন্দরী।
স্বাভাবিকভাবেই, ভারতীয়দের নয়নের মণি হয়ে আছেন বন্যা মিশ্র।

বিশ্বের সেরা সুন্দরীর শিরোপার মুকুট পরাবেন গতবারের মিস ওয়ার্ল্ড, ভেনিজুয়েলার ইভিয়ান লুনাসল সার্কস কলমেনারেস।

জলন্ধরের বাসিন্দা বন্যা ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী। শনিবার সুন্দরীদের সবথেকে বড় প্রতিযোগিতায় ভারতীয় এই সুন্দরীর জয় নিয়ে আশাবাদী গোটা দেশ। শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকেও।

First Published: Saturday, August 18, 2012, 18:04


comments powered by Disqus