Last Updated: June 18, 2013 18:22

জুলাইয়ের বারো তারিখের মধ্যে গুজরাত হাইকোর্ট সিবিআইকে ইশরাত জাহান হত্যা রহস্যের তদন্ত শেষ করার নির্দেশ দিল
ইশরাত জাহানরা আদৌ জঙ্গী ছিলেন কী না সে বিষয়ে মাথা না ঘামিয়ে কী ভাবে গুজরাতের পুলিস অফিসাররা ইশরাতদের হত্যায় নিযুক্ত হল তা নিয়ে আজ সিবিআই কে মনোনিবেশ করার আদেশ দিয়েছে আদালত।
গুজরাত রাজ্য পুলিস দাবি করেছে ২০০৪-এ আহমেদাবাদে হাইওয়েতে ইশরাত সহ চারজনকে এনকাউন্টার করা হয়েছিল কারণ তাদের কাছে খবর ছিল এই চারজন লস্কর-ই-তৈবার এজেন্ট। শুধু তাই নয় পুলিস দাবি করে এই চারজন নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত করেছিল।
আজ আদালতের তরফে জানানো হয়েছে ইশরাতরা জঙ্গী কী না তা নিয়ে মোটেও আদালত ভাবিত নয়।
সিবিআই অবশ্য জানিয়েছে সেই সময়ে আইবির যৌথ ডিরেক্টর রাজেন্দ্র কুমার ইশরতদের মিথ্যা এনকাউন্টারের ষড়যন্ত্রে সরাসরি যুক্ত ছিলেন।
First Published: Tuesday, June 18, 2013, 19:37