বেআইনি নির্মাণ ভাঙতে বাধার অভিযোগে ইসকন

বেআইনি নির্মাণ ভাঙতে বাধার অভিযোগে ইসকন

বেআইনি নির্মাণ ভাঙতে বাধার অভিযোগে ইসকনবেআইনি নির্মাণ ভাঙতে গেলে পুরসভা ও পুলিসের কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল ইসকন কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ক্যামাক স্ট্রিটের কাছে অ্যালবার্ট রোডে।

ইসকন মন্দির সংলগ্ন বেআইনি একটি নির্মাণ ভাঙতে যান পুরসভার কর্মীরা। সঙ্গে ছিল শেক্সপিয়ার থানার পুলিস। পুরসভার কর্মী ও পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় ইসকন কর্তৃপক্ষের। পুরকর্মীদের আটকে রাখা হয় বলেও অভিযোগ। পরে ডিসি সাউথের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহত হয়েছেন এক পুরকর্মী। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।   

First Published: Thursday, March 8, 2012, 08:03


comments powered by Disqus