Last Updated: December 3, 2011 15:40

পশ্চিম এশিয়ার অন্যান্য দেশগুলির থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইজরায়েল। এব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষাসচিব লিওন প্যানেট্টা। ক্রমবর্ধমান এই বিচ্ছিন্নতা দুর করতে ইজরায়েলের তরফে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছেন তিনি। যদিও এই বিচ্ছিন্নতার জন্য পুরোপুরি ইজরায়েলকে দায়ী করা যায় না বলেই মনে করেন মার্কিন প্রতিরক্ষাসচিব। পশ্চিম এশিয়ায় শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ইজরায়েলের নিরাপত্তার ব্যাপারে দায়বদ্ধ আমেরিকা। কিন্তু প্যানেট্টার মতে ইজরায়েল-প্যালেস্তাইন শান্তি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। শান্তি প্রক্রিয়া ফের শুরু করার আহ্বানও জানিয়েছেন প্যানেট্টা।
First Published: Saturday, December 3, 2011, 15:40