বুয়েলা এম স্যামকে জেরা শুরু পুলিসের

বুয়েলা এম স্যামকে জেরা শুরু পুলিসের

বুয়েলা এম স্যামকে জেরা শুরু পুলিসেরভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় অনুপ্রবেশের অভিযোগে ধৃত মহিলাকে জেরা করতে শুরু করল বেঙ্গালুরু পুলিস। গত ২১ সেপ্টেম্বর ভুয়ো পরিচয় পত্রের সাহায্যে প্রায় দুঘণ্টা ইসরোর দফতরে ঘুরে বেড়ান বুয়েলা এম স্যাম। ৪১ বছরের ওই মহিলার সঙ্গে কোনও জঙ্গীগোষ্ঠীর যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। একইসঙ্গে প্রশ্ন উঠছে ইসরোর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের ভূমিকা নিয়েও।

আহমেদাবাদের বাসিন্দা বুয়েলা এই মহিলাই কাঁপুনি ধরিয়ে দিয়েছেন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায়। ভুয়ো পরিচয়পত্র নিয়ে বেঙ্গালুরুতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দফতরে প্রায় দুঘণ্টা অবাধে ঘুরে বেড়ান তিনি। ইসরোর এক কর্মীর সন্দেহ হওয়ায় তিনি তাঁকে নিরাপত্তার রক্ষীদের হাতে তুলে দেন। তখনই প্রশ্ন ওঠে, ইসরোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ভুয়ো পরিচয়পত্র নিয়ে ওই মহিলা ঢুকলেন কী করে? বুয়েলার আত্মীয়দের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন। কিন্তু, একজন মানসিক ভারসাম্যহীন মহিলা কী করে ভুয়ো পরিচয় পত্র জোগার করে ইসরোর একাধিক নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে ভেতরে গেলেন, তা নিয়ে প্রশ্ন জেগেছে তদন্তকারীদের মনে। তদন্তে নেমে বেঙ্গালুরুর পুলিসের হাতে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ওই ভুয়ো পরিচয়পত্রের সাহায্যেই, বেঙ্গালুরুর জীবনবিমা নগরে ইসরোর অতিথি নিবাসেও প্রায় ২ দিন থেকেছেন ওই মহিলা। আদালতের অনুমতিক্রমে মঙ্গলবার বুয়েলা স্যামকে হেফাজতে নিয়েছে পুলিস।


First Published: Wednesday, September 26, 2012, 09:16


comments powered by Disqus