Last Updated: November 3, 2013 16:08

হাতে আর মাত্র সাড়ে ৫৪ ঘণ্টা। তারপরই মঙ্গল গ্রহের উদ্দেশে অভিযান শুরু করবে ভারতীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ উপগ্রহ। প্রজেক্টের নাম মার্স ওরবিটার মিশন বা এমওএম।
মঙ্গলবার দুপুর ২টো বেজে ৩৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উপগ্রহটিকে নিয়ে রওনা দেবে পিএসএলভি সি টোয়েন্টি ফাইভ (PSLV S25)। আজ ভোর ৬টা ৮ মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে শুরু হল তারই ফাইনাল কাউন্ট ডাউন।
বার কয়েক মহড়ার পর নভেম্বরের এক তারিখ মঙ্গল অভিযানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় লঞ্চ অথরাইজেশন বোর্ড। মঙ্গলে অভিযান শুরুর আগে উপগ্রহটিকে প্রথমে পৃথিবীর কক্ষে স্থাপন করা হবে। ২০ থেকে ২৫ দিন সেটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে।
তারপর পয়লা ডিসেম্বর সেটি মঙ্গল গ্রহের উদ্দেশে রওনা দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে নমাসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর উপগ্রহটি লালগ্রহে পৌঁছবে। ৪৩০ কোটি টাকার মঙ্গল অভিযান সফল হলে লালগ্রহে উপগ্রহ পাঠানোর তালিকায় চতুর্থ দেশ হিসাবে নাম তুলবে ভারত।
First Published: Sunday, November 3, 2013, 16:08