Last Updated: November 23, 2013 15:20

ডিসেম্বরের মধ্যেই মঙ্গলের কক্ষপথের দিকে রওনা হয়ে যাবে মঙ্গলযান। এই আশার কথা শুনিয়েছেনইসরোর প্রধান কে রাধাকৃষ্ণন। ইসরোসূত্রে খবর, এরপর আগামী সেপ্টেম্বর নাগাদ মঙ্গলযান লাল গ্রহের কক্ষপথে পৌঁছে গেলে নাসার পাঠানো মহাকাশযান ম্যাভেনের সঙ্গে একযোগে কাজ করবে ভারতের মঙ্গলদূত।
ম্যাভেন আর মঙ্গলযান। মঙ্গলে পাঠানো নাসা আর ইসরোর এই দুটি যান এরপর একযোগে কাজ করতে পারে। এবং দুজনের গতিবিধির উপরেই নজর রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। সব কিছু ঠিকমতো চললে আগামী সেপ্টেম্বরে ভারতের মঙ্গলযান লালগ্রহের কক্ষপথে প্রতিস্থাপিত হয়ে গেলেই এই কর্মসূচি শুরু হওয়ার সম্ভাবনা। তেমনটাই ইঙ্গিত
ইসরোসূত্রে। ভারতের এই অভিযান মূলত প্রয়োগ নির্ভর, এখানে গবেষণার তেমন সুযোগ নেই, যেটা রয়েছে ম্যাভেনের ক্ষেত্রে। মঙ্গলের মাটি, খনিজ পদার্থ, বায়ুমণ্ডলে মিথেনের উপস্থিতি নিয়ে খোঁজ চালাবে ভারতের যানটি। এই অবস্থায় ডিসেম্বরের মধ্যে মঙ্গলযানকে লালগ্রহের কক্ষপথের দিকে রওনা করিয়ে দেওয়াই আপাতত ইসরোর লক্ষ্য।
এরই পাশাপাশি ইসরোর প্রধান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে GSLV-D5 পাঠানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। প্রথম ধাপের কাজ শেষ।
First Published: Saturday, November 23, 2013, 15:20