Last Updated: November 21, 2011 11:04

মেট্রো চ্যানেলে এপিডিআর-এর সভা বাতিলের সরকারি সিদ্ধান্তকে ফ্যাসিবাদী আচরণ বলে তীব্র নিন্দা করলেন পরিবর্তনপন্থী সাহিত্যিক মহাশ্বেতা দেবী। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, প্রতিবাদী মানুষের ভোটে সরকার ক্ষমতায় এসে প্রতিবাদের অধিকার হরণ করছে। মহাশ্বেতা দেবীর বক্তব্য, গত ৬৪ বছরে যা ঘটেনি তা এখন ঘটছে। সাংবাদিক বৈঠকে এপিডিআর-এর তরফে শঙ্খ ঘোষ, অপর্ণা সেন, বিভাস চক্রবর্তী, নবারুণ ভট্টাচার্য, কৌশিক সেন, প্রতুল মুখোপাধ্যায়দের বিবৃতিও পড়ে শোনানো হয়। বিবৃতিতে সরকারি সিদ্ধান্তের নিন্দা করা হয়েছে। এপিডিআর-এর তরফে জানানো হয়, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনশন কর্মসূচি করবেন তাঁরা। আগামী ২৫ নভেম্বর মহাকরণের দিকে তাঁদের মিছিল করার কথা। পুলিস যেখানে আটকাবে সেখানেই অবস্থান বিক্ষোভ হবে বলে জানানো হয় এপিডিআর-এর তরফে।
First Published: Tuesday, November 22, 2011, 15:36