It is winter finally, অবশেষে শীতের প্রবেশ

অবশেষে শীতের প্রবেশ

অবশেষে শীতের প্রবেশঅবশেষে ঘূর্ণাবর্তের বাধা কাটিয়ে রাজ্যে এল শীত। কলকাতা সহ দক্ষিণবঙ্গে  শীত আসতে  আর  মাত্র  কয়েক ঘণ্টার অপেক্ষা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার সমতল অংশে সোমবার থেকেই শীত প্রবেশ করেছে বলে জানিয়েছে  আলিপুর আবহাওয়া দফতর। মালদহ ও দুই দিনাজপুরে শীত প্রবেশ করবে দক্ষিণবঙ্গের সঙ্গেই। ওড়িশা ও রাজ্যের উপকূলবর্তি এলাকায় অবস্থানকারী বিপরীত ঘূর্ণাবর্তের শক্তি কমেছে। সে কারনে মঙ্গলবার থেকেই আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।



সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকার কারণে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম ছিল। ওড়িশা ও রাজ্যের উপকূলবর্তি এলাকায় অবস্থানকারী বিপরীত ঘূর্ণাবর্তের শক্তি
কমেছে। সে কারনে আজ থেকেই আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর
আবহাওয়া দফতর।








First Published: Tuesday, December 13, 2011, 10:00


comments powered by Disqus