ইটাহার কলেজে অধ্যক্ষ নিগ্রহ: ধৃত তৃণমূল নেতাকে জামিন দিল আদালত

ইটাহার কলেজে অধ্যক্ষ নিগ্রহ: ধৃত তৃণমূল নেতাকে জামিন দিল আদালত

ইটাহার কলেজে অধ্যক্ষ নিগ্রহ: ধৃত তৃণমূল নেতাকে জামিন দিল আদালতইটাহার কলেজের অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় ধৃত তৃণমূল নেতা মহম্মদ ইসমাইলকে জামিনের নির্দেশ দিল আদালত। আজই তাকে গ্রেফতার করে পুলিস।

অন্যদিকে এই ঘটনায় ধৃত অন্য এক তৃণমূল নেতা বাবুসোনা মোহান্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকালই গ্রেফতার করা হয় বাবুসোনা মোহান্তকে। ঘটনায় মূল অভিযুক্ত গৌতম পাল অবশ্য এখনও অধরা।

First Published: Saturday, September 7, 2013, 20:18


comments powered by Disqus