Last Updated: August 28, 2013 23:28

ইটাহারে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ দায়ের করলেন অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী। গতকাল মেঘনাদ সাহা কলেজে স্থানীয় তৃণমূল নেতার স্ত্রীকে পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় আক্রান্ত হন অধ্যক্ষ। তৃণমূল নেতা গৌতম পাল, তাঁর স্ত্রী এবং আরও একজনের বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ স্বপ্না মুখোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ।
পাল্টা অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী পম্পা পাল। ইটাহার থানায় স্বপ্না মুখোপাধ্যায় এবং আরও দুই অধ্যাপকের বিরুদ্ধে হেনস্থা, শ্লীলতাহানি এবং ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিস। রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন শিক্ষাকর্মী এবং অধ্যাপককে।
First Published: Wednesday, August 28, 2013, 23:28