Last Updated: March 27, 2013 08:44

স্বদেশীয় দুই নাবিককে ভারতে প্রত্যাবর্তনের প্রতিবাদে মঙ্গলবার পদত্যাগ করলেন ইতালির বিদেশমন্ত্রী জিউলিও তের্জি।
নয়াদিল্লি ও রোমের মধ্যে দীর্ঘ কুটনৈতিক টানাপোড়েনের পর গত সপ্তাহের শুক্রবার ভারতীয় মৎস্যজীবী হত্যার অপরাধে অভিযুক্ত দুই ইতালীয় নাবিককে ভারতে ফিরিয়ে দেয় সে দেশের সরকার।
গতকাল ইতালির সংসদে এক বিশেষ অধিবেশনে তের্জি জানান ``নাবিকদের ভারতে ফেরানোর সিদ্ধান্তের প্রতিবাদে আমি পদত্যাগ করছি। আমি মনে করি ইতালির সশস্ত্র সেনা ও প্রতিরক্ষা বাহিনীকে আমাদের রক্ষা করা উচিত। ওই দুই নাবিকের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি।``
গত বছর ফেব্রুয়ারি মাসে কেরালা উপকূলে অভিযুক্ত দুই ইতালীয় নাবিকের গুলিতে মারা যান দুই ভারতীয় মৎস্যজীবী। ইতালীয় ওই দুই নাবিক অবশ্য দাবি করেন জলদস্যু ভেবে ভুলবশত তারা মৎস্যজীবীদের উপর গুলি চালিয়ে ছিলেন।
First Published: Wednesday, March 27, 2013, 08:44