Last Updated: December 12, 2013 23:54

কন্যা সন্তানের বাবা হলেন ফারদিন খান। মঙ্গলবার মুম্বইয়ে ফরদিনের স্ত্রী তাঁদের প্রথম সন্তানের জন্ম দেন। টুইটারে খান পরিবারে নতুন অতিথি আগমনের খবর দেন ফরদিনের খুড়তুতো বোন জুয়েলারি ডিজাইনার ফারহা আলি খান। নবজাতকের নাম দিয়ানি ইসাবেলা খান।
ফারহা লিখেছেন, "দারুন খবর শুনে ঘুম ভাঙল। আমার খুড়তুতো ভাই ফরদিন ও তাঁর স্ত্রী নাতাশার জীবনে তাঁদের প্রথম সন্তান এসেছে। আমার ছোট্ট ভাইঝিকে ভগবান আশীর্বাদ করুন। ফরদিন-নাতাশাকে অভিনন্দন।"
গত বছর যমজ সন্তানের পাঁচ মাসের গর্ভাবস্থায় গর্ভপাত হয় নাতাশার। যন্ত্রনাদায়ক সেই ঘটনার এক বছর পর খুশির খবর। ২০০৫ সালের ডিসেম্বর মাসে অভিনেত্রী মুমতাজ কন্যা নাতাশাকে বিয়ে করেন ফারদিন।
First Published: Thursday, December 12, 2013, 23:54