Last Updated: May 27, 2012 12:09

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে, ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডিকে আজ ফের জেরা করছে সিবিআই। হায়দরাবাদের দিলখুশা গেস্ট হাউসে জেরা করা হচ্ছে তাঁকে। জগনমোহন রেড্ডিকে শুক্র ও শনিবারও দীর্ঘসময় জেরা করেন সিবিআই অফিসাররা। অন্ধ্রপ্রদেশ সরকার তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জগনমোহন রেড্ডি। জগনমোহনের বিরুদ্ধে অভিযোগ, বাবা ওআইএস রাজশেখর রেড্ডি অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী থাকাকালীন, রাজনৈতিক প্রভাব কাটিয়ে অনৈকভাবে সম্পত্তি বাড়িয়েছেন।
অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নির্দেশে জগনমোহন রেড্ডির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। তাঁর আগাম জামিনের আবেদন ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। জগনমোহনকে গ্রেফতার করা হলে, তাঁর সমর্থকরা হায়দরাবাদ ও অন্ধ্রপ্রদেশের অন্যত্র গোলমাল চালাবে বলে আশঙ্কা করছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথ রাখতে হায়দরাবাদ সমেত অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
First Published: Sunday, May 27, 2012, 12:09