Last Updated: June 18, 2012 14:08

জগনমোহন রেড্ডির হিসাব বহির্ভূত সম্পত্তি মামলার সূত্র ধরে এবার বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনকে জেরা করল সিবিআই। সোমবার হায়দরাবাদের দিলখুশা গেস্টহাউসে বেশ কিছুক্ষণ ধরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-এর সভাপতিকে জেরা করে সিবিআই।
রাজশেখর রেড্ডির পুত্র জগনমোহনের একাধিক সংস্থায় বিনিয়োগ রয়েছে শ্রীনিবাসনের। সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-এর সভাপতির মালিকানাধীন ইন্ডিয়া সিমেন্টস লিমিটেড-এর তরফে কেন জগনমোহন রেড্ডির দুই সংস্থা ভারতী সিমেন্টস ও জগতী পাবলিকেশনে বিপুল বিনিয়োগ করা হয়েছিল সে ব্যাপারে নানা প্রশ্ন তুলেছে সিবিআই। সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই অভিযোগ তোলা হয়েছে, জগনের সংস্থায় বিনিয়োগের বিনিময়ে রাজশেখর রেড্ডি মুখ্যমন্ত্রী থাকাকালীন অন্ধ্রপ্রদেশে ইন্ডিয়া সিমেন্টসের দুটি কারখানাকে ঢালাও জল ব্যবহারের অনুমতি দেওয়া হয়। যার ফলে, উত্পাদন বাড়াতে সক্ষম হয় ইন্ডিয়া সিমেন্টস।

দফায় দফায় জেরার পর আয় বহির্ভূত সম্পত্তি মামলার জেরে গত ২৭ মে কাডাপার ওয়াইএসআর কংগ্রেস সাংসদ জগনমোহন রেড্ডিকে গ্রফতার করে সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি ষড়যন্ত্র(১২০বি), প্রতারণা(৪২০), নথি জাল(৪৭৭-এ), চুক্তিভঙ্গ(৪০৯) এবং দুর্নীতি দমন আইনের ১৩(১)ডি ও ১৩(২) ধারায় অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। বর্তমানে প্রয়াত রাজশেখর রেড্ডির ছেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। গত ৮ জুন সিবিআই-এর তরফে এন শ্রীনিবাসনকে জেরার জন্য হাজির হতে সমন পাঠানো হয়েছিল। বিসিসিআই সভাপতির পাশাপাশি জগনমোহন রেড্ডির হিসেব বহির্ভূত সম্পত্তির মামলা নিয়ে ইতিমধ্যেই পূর্বতন রাজশেখর রেড্ডি মন্ত্রিসভার সেচমন্ত্রী পোন্নালা লক্সমাইয়াকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
First Published: Monday, June 18, 2012, 14:08